বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় নূরনগরে ওয়ার্ড পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদ ও রূপান্তরের আয়োজনে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে ইউপির সদস্য গাজী আব্দুস সামাদ সামিদ এর সভাপতিত্বে এবং ইউনিয়ন আউট রিচ এন্ড মবিলাইজেশন অফিসার এলোয়ারা খাতুন ও মোঃ শোকর আলী এর পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এস এম জাকির হোসেন, ইউপি সদস্য মিসেস সালেহা পারভীন, শিক্ষিকা ভাতরী রানী, শিক্ষিকা মোছাঃ মরিয়ম খাতুন, শিক্ষিকা সাহিনা খাতুন, জবা রানী দেবনাথ, মুফতি মোঃ মিজানুর রহমান, ধর্নদাস কর্মকার, মোঃ সাকির আহম্মেদ, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিতের ফলে ওয়ার্ড পর্যায়ে সাধারণ মানুষ কি কি ঝুঁকির ভিতরে আছে সেগুলো নিরূপণ করা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয় এবং এলাকার সকল সমস্যাগুলো তুলে ধরা হয়।