বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার স্বরূপ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩ টায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অফিস কার্যালয়ে জামায়াত ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ছোলা, মুড়ি, সেমাই, চিনি, খেজুর ও চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আব্দুল রহমান। এসময় তিনি বলেন, আমরা চাই না অতীতের মতো কেউ জনগণের অধিকার হরণ করুক। জামায়াতে ইসলামী চায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক। যদি সমাজে সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়িত হয়, তাহলে চাঁদাবাজি ও দখলদারিত্ব থাকবে না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা সুরা সদস্য মাওঃ আব্দুল মজিদ, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মোঃ মজিবুর রহমান, সহকারি সেক্রেটারি গাজী আশরাফুল আলম, বাইতুল মাল সম্পাদক আবুল হোসেন, অফিস সম্পাদক মোঃ আবুবক্কার, বিজ্ঞান তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়ার সম্পাদক মোঃ ফারুক হোসেন, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ হাসানুল বান্না, সহ—সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি মোঃ আবু রাসেল রাজু, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সেক্রেটারি মোঃ আশরাফ হোসেন, ইউনিয়ন মিডিয়া প্রতিনিধি আবু হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।