বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেট আফ প্রোগ্রাম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মাগরিব নামাজ বাদ সন্ধ্যা ৬ টায় নূরনগর ৩ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে ইউনিয়ন আমিরের বাসভবনে জামায়াত ইসলামীর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জামায়াত ইসলামী ইউনিয়ন শাখার আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওঃ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা, সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওঃ আব্দুল মজিদ, ইউনিয়ন নায়েবে আমির মোঃ মজিবুর রহমান, সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু, সহকারী সেক্রেটারি গাজী আশরাফুল আলম, অফিস সম্পাদক মোঃ আবু বক্কার সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ। উক্ত সেট আফ প্রোগ্রাম ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও সকলের মতামতের ভীতিতে জামায়াত ইসলামীর নূরনগর ৩ নং ওয়ার্ডের ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনকে সভাপতি গাজী আতিয়ার রহমানকে সহ—সভাপতি মোঃ মাসুম বিল্লাহকে সেক্রেটারি করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।