বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে ডাঃ মোঃ নওশের আলী গাজী মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত তাসের আলী গাজীর ছোট পুত্র ও ব্যবসায়ী মোঃ বাবর আলী গাজীর পিতা। তিনি তার কর্মজীবনে এলাকার মানুষের চিকিৎসা সেবা প্রদান করে বিশেষ অবদান রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানাযায়, বার্ধক্য জনিত কারণে শারীরিক অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল ২১ জানুয়ারি শনিবার বেলা ১১টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ১পুত্র, ৪কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। আছর নামাজ বাদ বিকেল ৫টায় জনপ্রিতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লী বৃন্দের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।