বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প সুবিধার আওতায় সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ৩ টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার অধীনে এবং উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে নূরনগর বাজার সংলগ্ন বাবু লাল হালদারের বাড়িতে নূরনগর গ্রামের ৫০ জন নারীদের উপস্থিতিতে উঠান বৈঠকে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মিরানা আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন, তথ্যসেবা সহকারী মাইমুনাতুজ সাদিয়া, বিউটি রানি মন্ডল, আলী আজগর রুবেল, শুভ সাহা, নিতাই ঘোষ প্রমুখ। এসময় বক্তারা নারীদের অধিকার, চিকিৎসা সেবা, উদ্যোক্তা তৈরি, তথ্য প্রযুক্তি, পরিবারের প্রতি কর্তব্য ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে নানান তথ্য সেবা পরামর্শ দেওয়ার তথ্য প্রদান করেন। উঠান বৈঠকে আসা নারীদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা করা হয়ে থাকে। তথ্য আপার সেবা বিষয়ে সকল দিক নির্দেশনা দিয়ে থাকেন উপজেলা প্রশাসন।