বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে দুঃস্থ পরিবারের মাঝে টি সি বির পন্য বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় নূরনগর ইউনিয়ন পরিষদের সামনে অত্র পরিষদের তত্ত্বাবধানে অতি দরিদ্র, অসহায়, দুঃস্থ ব্যক্তি/পরিবারের মাঝে পবিত্র ঈদ—উল ফিতর ২০২৫ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টি সি বির পন্য মাথাপিছু ৬৬০ টাকা মূল্যে— ৫ কেজি চাউল, ২কেজি ডাল, ২লিটার তেল, ১কেজি চিনি, ও ২কেজি ছোলা বিতরণ করা হয়। অত্র ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে পূর্ব থেকে নির্ধারণকৃত ৫৭২ জন কার্ডধারীদের মাঝে এই পন্য বিতরণ করা হবে বলে নিশ্চিত করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা। সকাল থেকে ইউনিয়ন গ্রাম পুলিশের সহযোগিতায় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নারী পুরুষদের শৃঙ্খলার সাথে লাইনে দাঁড়িয়ে এই পণ্য গ্রহণ করতে দেখা যায়। ইউনিয়নের সকল হতদরিদ্র অসহায় পরিবারের মানুষের আগত ঈদ উল ফিতর উপলক্ষে এই টি সি বির পন্য সামান্যতম হলেও উপকারে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টি সি বির পণ্য বিতরণ কালে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন (মন্টু) দৈনিক দৃষ্টিপাতকে বলেন, গরিব অসহায় মানুষের হক যাতে কোন প্রকার ক্ষুন্ন না হয়, আমরা সেদিকে লক্ষ্য রেখে সঠিক ভাবে উক্ত পন্য বিতরণ করছি। এ সময় ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন মন্টু এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য /সদস্যা বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।