বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন এর পক্ষে ও নূরনগর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ হল রুমে অত্র এলাকার প্রচন্ড শীতের মধ্যে শীতার্ত দুস্থ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন নূরনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ। এসময় তিনি মানবিক সংসদ সদস্য এস এম আতাউল হক কর্তৃক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সেই সাথে নবনির্বাচিত সংসদ সদস্য এর উত্তরোত্তর সাফলতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, ইউপি সদস্য মিসেস সালেহা পারভীন প্রমূখ।