বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর রামচন্দ্রপুর জামে মসজিদে উৎসবমুখর ও ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র শবে কদর উদযাপিত হয়েছে। গত ৬ এপ্রিল শনিবার এলাকার বিভিন্ন মসজিদে পবিত্র শবে কদর উদযাপিত হলেও এ মসজিদটি প্রতিবছর এই ধরনের মহিমান্বিত দিনগুলো বিশেষভাবে পালন করে থাকে। এই মসজিদে প্রতি বছরের ন্যায় এ বছরেও অনেক মুসল্লী গত ২১ রমজান থেকে এতাকাফ পালন করছে। লাইলাতুল কদর উপলক্ষে পূর্বঘোষণা অনুযায়ী বাদ এশা তারাবি নামাজ শুরু হয়। তারাবি নামাজ শেষে পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন অত্র মসজিদের পেশ ইমাম সিনিয়র শিক্ষক মাওঃ আব্দুল মজিদ, রামচন্দ্রপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ সাইফুল ইসলাম, হাফেজ মোঃ ইব্রাহিম হোসেন, হাফেজ মোঃ আশিকুর রহমান প্রমূখ। এরপর একাকী মুসল্লিগণ রাতব্যাপী নামাজ, জিকির ও দোয়া মোনাজাতের মাধ্যমে সারা রাত ধরে এবাদতে ব্যস্ত সময় পার করেন। দোয়া মোনাজাতের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করেন। প্রথমে নিজে নিজে আহাল বর্গ এবং পরে দেশ ও জাতি বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব নূর মোহাম্মদ গাজী, আলহাজ্ব মোঃ শাহাদাত সরদার, সাংবাদিক এস এম জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ জামাত আলী গাজী, মোঃ আব্দুল কাদের গাজী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল হান্নান, ব্যাংক কর্মকর্তা মোঃ জালাল হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুর রহমান, মোঃ আশরাফ হোসেন দুলু, মোঃ মকিম সরদার, মোঃ জ্যোতি সরদার, ওয়াজেদ আলী বাবলে, মোঃ আলমগীর হোসেন কেনা সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।