এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার নূরনগরে নির্মাণাধীন আরসিসি রাস্তার কাজ পরিদর্শন করা হয়েছে। গতকাল ১৩ জুন রাত ৮ টায় উপজেলার নূরনগরে ২০২২-২০২৩ অর্থ বছরে ২ কোটি ৫২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে জিওবি মেন্টেনেন্স প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলা সড়কের ১৮ ফুট চওড়া বিশিষ্ট নূরনগর বাজারের আরসিসি রাস্তার চলমান কাজ প্রচন্ড গরমের কারনে এবং বাজার সংলগ্ন রাস্তা হওয়ায় কাজের সুবিধার জন্য ও জনস্বার্থে রাতে চলমান কাজ উপজেলা প্রকৌশলী, ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ঠিকাদার, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। উন্নয়নের ছোয়া পেয়েছে প্রত্যন্ত অঞ্চলেও। এরই ধারাবাহিকতায় আপনাদের রাস্তা-ঘাট মসজিদ মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। রাস্তার গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা সেটা আপনারা এলাকাবাসী লক্ষ্য রাখবেন। আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী কেএম শহিদুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএম হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, ঠিকাদার মোঃ আশরাফ হোসেন, ইউপি সদস্য গাজী আব্দুস সামাদ সামিদ, ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।