বিশেষ প্রতিনিধি ॥ প্রচণ্ড তাপদাহে শ্যামনগর উপজেলার নূরনগরে গরমে অতিষ্ঠ পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। চলছে বৈশাখ মাস, সারাদেশে প্রচন্ড তাপদহ ও তীব্র গরম। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছে না সাধারণ মানুষ। ঠিক সেই সময়ে তীব্র তাপদাহ থেকে পথচারী মানুষদেরকে তৃষ্ণা দূর করতে গত ১ লা মে বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ব্যবসায়ী ডি এম রবিউল ইসলাম মুকুলের সার্বিক সহযোগিতায় নূরনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ত্রিমোহনী মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তৃষ্ণার্ত পথচারী, ভ্যান চালক, ইজিবাইক, বিভিন্ন গাড়ির চালক, শ্রমিক, বৃদ্ধ যাত্রী, নারী ও শিশুদের হাতে বিশুদ্ধ ঠান্ডা (দৃষ্টি পিওর ড্রিংকিং ওয়াটার) পানির বোতল তুলে দেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন, ব্যবসায়ী ডিএম রবিউল ইসলাম মুকুল। এসময় উপস্থিত ছিলেন নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন, স্বাস্থ্য সহকারী উত্তম রক্ষিত, স্বাস্থ্য সহকারী হিমাংশু মন্ডল, মোঃ শফিকুল ইসলাম, শুভ সাহা, কামরুল ইসলাম, আব্দুর রউপ, আরাফাত হোসেন প্রমুখ। এসময় মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে দেশে অতি গরমে অতিষ্ট মানুষদের সেবা দিতে আমরা রাস্তায় নেমে এসেছি। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুন কষ্টে পতিত হয়েছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আগলে রেখেছে। তাদের হাতে ঠান্ডা বিশুদ্ধ পানি দিয়ে আমরা আমাদের কর্তব্য পালনের ক্ষুদ্র চেষ্টা করেছি এবং আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।