শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

নূরনগরে পবিত্র চেহ্লুম উপলক্ষে শোক মিছিল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর হাবিবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শিয়া সম্প্রদায়ের পবিত্র চেহ্লুম উপলক্ষে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মহরম আশুরা পরবর্তী ৪০ দিন পূর্ণ হওয়ায় শোকাবহ এই দিনটিকে স্মরণ করে গতকাল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত নূরনগর পাক পাঞ্জাতন জনকল্যাণ পরিষদের আয়োজনে নূরনগর গুলশানে জাহরা ইমাম বাড়িতে শোক মজলিশ, পবিত্র কুরআন-হাদিস থেকে মূল্যবান আলোচনা শেষে একটি শোক মিছিল অনুষ্ঠিত হয়। উলে­খ্য হিজরী ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রাঃ) এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। প্রতি প্রতিবছরের ন্যায় এ বছরেও পবিত্র চেহ্লুম উপলক্ষে দিনটিকে স্মরণ রাখতে শিয়া সম্প্রদায়ের সদস্যদের উপস্থিতিতে শোক মিছিলটি হাবিবপুর গুলশানে জাহরা ইমাম বাড়ি হতে শুরু হয়ে পার্শ্ববর্তী কারবালা মাঠে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হয়। মিছিলে ওড়ানো হয় কালো-লাল-সবুজের নিশান। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বণি তোলে। মিছিলে অংশগ্রহণকারীদের বেশির ভাগের পরণে থাকে কালো পোশাক। দিনের শেষভাগে তারা মাতম, দেশ জাতি সহ সারা বিশ্বের মুসলিম সহ মানব জাতির মঙ্গল কামনা করে। উক্ত অনুষ্ঠানে নূরনগর শিয়া মসজিদ এর সভাপতি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট শেখ রওশান আলম এর সভাপতিত্বে শোক মজলিসে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল হুজ্জাতুল ইসলাম আলহাজ্ব মাওঃ সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভি। বিশেষ অতিথি হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন মাওঃ আনিসুর রহমান, মাওঃ সাজিদুল ইসলাম, মির্জা আকিল। বেদনাবিধুর কারবালার স্বরণে শোক নওহা পাঠ করেন শেখ আবুল ফজল, তৌকির হাসান, নাদিম সারওয়ার, হায়দার মেহেদী শাম, শেখ জুলফিকার আলি প্রমুখ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com