বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরের হরিপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং স্টেশনে চুরি সংগঠিত হয়েছে। গত ২৮ মার্চ শুক্রবার রাত্র আনুমানিক ১২টার দিকে কে বা কাহারা পরিবেশ অধিদপ্তর নূরনগর হরিপুরে অবস্থিত, আন্ত সীমানা বায়ু দূষণ মনিটরিং ষ্টেশনের প্রাচীরের তারকাটা কেটে সরকারি সম্পদ অফিসের ব্যবহৃত একটি নতুন টিউওয়েল, বায়ু দূষণ রোধ কল্পে ব্যবহৃত দুটি মটরভ্যান এবং অফিসের ব্যবহৃত প্রাচীরের মধ্যে থাকা যন্ত্রাংশ, আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছবিবর রহমার। অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা দৈনিক দৃষ্টিপাতকে জানান, হরিপুর পরিবেশ অধিদপ্তরের মনিটারিং স্টেশনের প্রাচীরের তারকাটা কেটে ভিতরে প্রবেশ করে এবং প্রধান গেটের তালা ভেঙ্গে সঙ্ঘবদ্ধ চোরচক্র উক্ত জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চুরি হওয়ার পর দিন সকালে উক্ত স্টেশন কর্মকর্তা সাতক্ষীরা জেলা কার্যালয়ের পরিচালক এর নির্দেশক্রমে শ্যামনগর থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন বলে জানান। অন্যদিকে অত্র এলাকায় আগত ঈদ—উল ফিতর এর আগে বিভিন্ন স্থানে এ ধরনের চুরি সংঘটিত হচ্ছে বলে দাবি করেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন।