বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর রামজীবনপুর ও পার্শ্ববর্তী রতনপুর ইউনিয়নের নাটোয়ারবেড় সহ অত্র এলাকার ইটভাটা কর্তৃক পরিবেশ দূষণ সহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দেওয়ায় ইটভাটা অপসারণ করে দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় রামজীবনপুর এলাকাবাসীর আয়োজনে রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ভুক্তভোগী এলাকাবাসীর উপস্থিতিতে ইউপি সদস্য এসএম রেজাউল করিম দোলনা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ মনসুর আলী সরদার, মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুর রাশেদ, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ মমিনুর রহমান প্রমুখ। সভায় বক্তরা, কিছু স্বার্থন্বেষী মহল জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপন করায় ইট ভাটার ধোয়ায় পার্শ্ববর্তী কয়েকটি মসজিদ, মাদ্রাসা সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের শ্বাসকষ্ট, ভাটার ধোয়া ও ছাই এর প্রভাবে শিক্ষার্থীরা দিনদিন রোগগ্রস্ত হয়ে পড়ছে। আশা ব্রিজ ও মোস্তফা ব্রিক্স এর ইটভাটার ডাম্পার গাড়ির চলাচলে এলাকার রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ডাম্পার গাড়ির কাদা মাটি রাস্তায় পড়ে রৌদ্রের সময় ধুলোবালি এবং সামান্য তম বর্ষা হলেই রাস্তায় কাদামাটি জমে যানবাহন সহ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে ইট ভাটা বন্ধ করতে যথাযথা কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে।