বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে পানিতে ডুবে আরাফাত হোসেন নামে ৭ বছর বয়সের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে দূরমুজখালী গ্রামের আব্দুর সালাম সরদারের পুত্র। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ১২ আগষ্ট শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে দূরমুজখালী সরদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন পুকুরে সে বন্ধু বান্ধবের সাথে কলা গাছের ভেলা নিয়ে খেলা করছিল। বাড়িতে ফিরে না যাওয়ায় বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে উক্ত পুকুরের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মাগরিব বাদ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসলী বৃন্দের উপস্থিতিতে সরদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে তার মৃতদেহ দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।