বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে পানিতে ডুবে মোঃ আবদুলাহ নামে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে নূরনগর হরিনাগাড়ী গ্রামের মোঃ ইউসুফ বাবুর পুত্র। পারিবারিক সূত্রে জানাযায়, গতকাল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিকে আব্দুলাহ বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলা করতে করতে অসাবধানতাবসত পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির একপর্যায় পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মাগরিব নামাজ বাদ জানাজা নামাজ শেষে হরিনাগাড়ি মাদ্রাসা গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।