বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত বাগদা চিংড়ি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নূরনগরে বাগদা চিংড়ি ব্যবসায়ীবৃন্দ সরকারি নির্দেশনা মেনে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করবে না ও পুশকৃত বাগদা চিংড়ি কোন চিংড়ি ডিপোতে ক্রয় করবে না এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সকল চিংড়ি ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মেনে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু গতকাল ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় দুইজন অপরিচিত অসাধু মৎস্য ব্যবসায়ী কিছু পুশকৃত চিংড়ি মাছ মৎস্য ডিপোতে বিক্রয়ের জন্য নিয়ে আসলে মৎস্য ব্যবসায়ীরা অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি টের পেয়ে বিক্রয়কারীকে ধরতে গেলে সে মাছ ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে সড়কের ওপরে খেলে পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৎস্য ব্যবসায়ী গোলাম মোস্তফা, আবু হাসান খোকন, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, আবু হাসান সবুজ, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।