বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে প্রতিবন্ধী ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ও বাস্তবায়নে এবং কানাডিয়ান প্রবাসী ও ভিসা কাউন্সিলিং এজেন্সি বিহেয়ার এর সহযোগিতায় নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অত্র ইউনিয়নের ৩১ জন প্রতিবন্ধী ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী/ইফতার সামগ্রী (সয়াবিন তেল, চিড়া, মুড়ি, আলু, ছোলা, খেজুর, সিমাই) প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে শ্যামনগর সিডিও ইয়ুথ টিমের আহবায়ক ফজলুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মুনির আহম্মেদ, মোঃ আনারুল হোসেন, অরুপ দেবনাথ, নাজমুল হোসেন, কেশব দেবনাথ, সিফাত, মিঠুন, অনিক, ইমন, শামিম, রিয়াদ, সুমন সহ অন্যান্য সদস্য বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও ইউনিটের নূরনগর শাখার সভাপতি জি এম নূরুন্নবী হাসান।