বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে ইন্টারনেটের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে আয় বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “চাকরী নয়, ফ্রিল্যান্সর হও” মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৬ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় নূরনগর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় তলায় অবস্থিত “লার্ণস্কিলস আইটি একাডেমি” এর আয়জনে ফ্রিল্যান্সিং করে আয় বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। অত্র একাডেমির ফাউন্ডার মোঃ আশরাফ হোসেন এর সভাপতিত্বে এবং গোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক এর সঞ্চালনায় ফ্রিল্যান্সিং সেমিনারে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইউটিউব চ্যানেল লার্ণ উইথ সোহাগ এর ফাউন্ডার মোঃ সোহাগ হোসেন, শেখ হাসিনা সফটওয়্যার আইটি পার্ক, যশোর থেকে আগত ডিজিটাল ভ্যালি বিডি লিঃ এর সিইও মোঃ তবিবুর রহমান, ডিজিটাল ভ্যালি বিডি লিঃ এর ডিরেক্টর নাহিদ হাসান সুমন প্রমুখ। বক্তারা, ফ্রিল্যান্সিং কি ও ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ইন্টারনেট থেকে যারা টাকা আয় করতে চান, তারা এটি নিশ্চিত যে, একবার হলেও ফ্রিল্যান্সিং এর নাম শুনেছেন। বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোন ধরাবাঁধা নিয়ম নেই৷ আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারবেন। এখানে শুধু দরকার একটি নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা। সেমিনার শেষে অত্র একাডেমির প্রফেশনাল ৬ টি কোর্সের নামসহ কোর্স ফি সম্বলিত লিফলেট প্রদান করা হয় এবং লটারির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ৪ জনকে ও ৫০% ডিসকাউন্টে ১২ জনকে গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল ওহাব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম শাহানেওয়াজ রাজু, সোনালী ব্যাংক শ্যামনগর শাখার সিনিয়র অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি এস এম জাকির হোসেন, সাংবাদিক স ম ওসমান গনী সোহাগ, সাংবাদিক মোঃ আনোয়ারুল ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেমিনারিটিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।