বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জুলাই বেলা ১১ টায় ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় এবং ভদ্রগাজী স্মৃতি সংসদ এর আয়োজনে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পে ভদ্রগাজী স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি হোসাইন মোহাম্মদ রিয়াদ (আশিক) এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে অত্র এলাকার অসহায়, দুঃস্থ, হতদরিদ্র, নারী, শিশু, প্রবীণদের চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন মেডিকেল অফিসার ডাঃ আছিয়া আক্তার (স্বপ্না), এমবিবিএস (ডিইউ), সিএমইউ (আল্ট্রাসনো)। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার সরজিত কুমার গাইন, ডক্টর’স এ্যাসিসট্যান্ট সাদিয়া পারভীন প্রমুখ। সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত প্রায় শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। জলবায়ু পরিবর্তন জনিত কারনে ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষ যারা অর্থাভাবে উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন না, তাদের জন্য দোরগোড়ায় এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় অত্র এলাকাবাসী ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার ও ভদ্রগাজী স্মৃতি সংসদ এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।