বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছেন। গত ১৭ মার্চ রবিবার সকাল ৮ টায় অত্র সংস্থার আয়োজনে সংস্থার প্রধান কার্যালয়ে সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র সংস্থার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দের উপস্থিতিতে অত্র সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মুজিবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কেক কাটেন অত্র সংস্থার নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক শেখ হাবিবুল আলম। প্রধান হিসাব রক্ষক মোঃ আব্দুল মাজেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার রিকভারি অফিসার কবি মোঃ আনসার উদ্দিন আনন্দ, সহকারী হিসাব রক্ষক মোঃ মাহমুদ হাসান, সহকারী ম্যানেজার মোঃ ওবায়দুর রহমান, সুপারভাইজার আব্দুর রাজ্জাক, মোঃ শফিকুল ইসলাম, মোঃ জিন্নাতুল হক, মোঃ আলতাফ হোসেন, আজিবর রহমান, মোশারফ হোসেন, খালিদ সাইফুল্লাহ, মোঃ আমজাদ হোসেন সহ অত্র সংস্থার কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।