এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে ও অত্র এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নূরনগর বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। গত ২২ মে বুধবার রাত ১০ টায় থানা অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নূরনগর বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে টহলে আসেন। এসময় তিনি নূরনগর বাজার নৈশ প্রহরী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে মুক্ত আলোচনায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। আমি এখানে নিয়মিত টহলে আসছি, এই এলাকায় যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি বা চুরি ছিনতাই সহ কোন অপরাধ সংগঠিত হলে সাথে সাথে সরাসরি আমাকে জানাবেন। অপরাধী যতই ক্ষমতাধর হোক, তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। পুলিশ সাধারণ মানুষের বন্ধু কিন্তু অপরাধীদের প্রকাশ্য শত্রু। শ্যামনগর থানাকে দালাল মুক্ত হিসেবে পরিচিত করতে পেরেছি। আপনাদের যেকোন সমস্যায় সরাসরি আমার কাছে যেতে পারবেন কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। তিনি আইন শৃঙ্খলা বিষয়ে প্রশাসনিক সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম, নূরনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এসএম সোহেল রানা বাবু, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি জিএম গোলাম মোস্তফা, দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক এস এম জাকির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।