বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় নূরনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ—সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা—৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ—সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডঃ আশেক ইলাহি মুন্না, সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক সহ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মোবারক হোসেন মন্টু, ডি এম মইনুদ্দিন লাভলু, আবু ইউসুফ, গোলাম শাহনাজ রাজু, মোরশেদ আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইফতার মাহফিলে বক্তারা রমজানের তাৎপর্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বিএনপির চলমান আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে ভূমিকা রাখেন।