বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন বিএনপি’র মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪ টায় নূরনগর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিএনপি কার্যালয়ে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময়ে ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের মাঝে উপস্থাপ করেন এবং বিএনপি’র নেতৃবৃন্দদের সক্রিয়ভাবে কাজ করে দলকে সুসংঘটিত করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।