শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

নূরনগরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জেহের আলী সরদার এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জেহের আলী সরদার (৭২) এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ ফেব্র“য়ারি বৃহস্পতিবার আসর নামাজ বাদ বিকাল ৫টায় সমাজ সেবক জেহের আলী সরদার এর সুযোগ্য সন্তানেরা ও পরিবারের আয়োজনে তার নিজস্ব বাসভবনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামায়ে কেরামগণ, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার স্মৃতিচারণ ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন রামচন্দ্রপুর জামে মসজিদের পেশ ইমাম সিনিয়র শিক্ষক মাওঃ আব্দুল মজিদ, রামচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক মাওঃ আব্দুল হান্নান, আলহাজ্ব মাওঃ আবুল কাশেম, ডাঃ মাওঃ আব্দুল হান্নান, নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি ফজলুল করিম, প্রভাষক ডাঃ আব্দুল্লাহ ইবনে ওয়াজেদ, নূরনগর শিশু সাহিত্য গবেষণা পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদ হাসান ইসরাফিল প্রমুখ। এ সময়ে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুদ্দিন সরদার, আলহাজ্ব নূর মোহাম্মদ গাজী, সমাজসেবক মোঃ আব্দুল কাদের গাজী, সাংবাদিক মোঃ নুরুজ্জামান, ব্যবসায়ী ডি এম আব্দুল হান্নান, ব্যবসায়ী ডি এম রবিউল ইসলাম মুকুল, আলহাজ্ব মোঃ আব্দুল গনি, সাবেক ইউপি সদস্য জামাত আলী গাজী, মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব শাহাদাত সরদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাজসেবক মোঃ জেহের আলী সরদার এর রুহেরশান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রামজীবনপুর দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল হামিদ। উল্লেখ্য তিনি গত গত ১৭ ফেব্র“য়ারি শনিবার ৪ টা ৩০ মিনিটে নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম এর খালাতো ভাই ও বিশেষ প্রতিনিধি এস এম জাকির হোসেন এর শ্রদ্ধেয় পিতা এবং নূরনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত বিরুই সরদারের ছোট পুত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com