বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে বিশ্বকর্মা ও মা মনসা পূজা উদযাপিত হয়েছে। গতকাল ১৭ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে নূরনগর বাজার জুয়েলার্স সমিতির আয়োজনে পালপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে অত্র এলাকার শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তবৃন্দের উপস্থিতিতে বিশ্বকর্মা ও মা মনসা দেবীর পূজা উপলক্ষে মায়ের কাছে মুক্তি লাভের জন্য ভক্তবৃন্দ প্রার্থনা, জগতের সকলের মঙ্গনার্থে প্রার্থনা, দেশ জাতিসহ-সকলের কল্যাণ কামনা করে অঞ্জলি প্রদানের মাধ্যমে প্রার্থনা করা হয়। বিশ্বকর্মা ও মা মনসা পূজায় পুরোহিত্য করেন শ্যামনগর বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের সভাপতি হর চ্যাটার্জি। এসময় উপস্থিত ছিলেন নূরনগর বাজার জুয়েলার্স সমিতির সভাপতি অশোক পাত্র, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ কর্মকার, গণেশ সি, গোপাল দেবনাথ, বরুন মন্ডল, দেবদাস মন্ডল, শম্ভু কর্মকার, প্রণব মন্ডল, শচীন্দ্রনাথ পাল, গোবিন্দ প্রসাদ মন্ডল, হীরা মন্ডল, সজলদে, সুব্রত গায়েন, বিপুল প্রমুখ।