বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর বাজারসহ দুরমুজখালিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এ সময় তিনি দুরমুজখালী এলাকার একটি অবৈধ স্থাপনা দোকান উচ্ছেদ সহ নূরনগর বাজারের কয়েকটি সরকারি জমির উপরে নির্মিত অবৈধ দোকান তালা বন্ধ করেন। অত্র ইউনিয়নের পশ্চিম দুরমুজখালী গ্রামের মোঃ আব্দুর রহিম গাজীর পুত্র মোঃ রুহুল আমিন কতৃক সরকারি খাস খালের উপরে অবৈধভাবে মাটি ভরাট করে খুঁটি স্থাপনা পূর্বক দোকান ঘর নির্মাণের অভিযোগের ভিত্তিতে উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান কালে নূরনগর বাজারে সরকারি সম্পত্তির ওপরে নির্মিত ৪টি অবৈধ দোকান তালাবদ্ধ করা হয়েছে। বন্ধকৃত দোকানগুলোর মধ্যে উত্তর হাজীপুর গ্রামের জগবন্ধু সাহার পুত্র আদিত্য সাহার মুদি দোকান, হরিপুর গ্রামের শেখ আকরাম হোসেন এর পুত্র শেখ মুর্তজার কীটনাশকের দোকান, রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রহমান ঢালির পুত্র মোঃ রফিক ঢালীর গার্মেন্টসের দোকান, রামজীবনপুর গ্রামের মৃত খোরশেদ আলী এর পুত্র শেখ লিয়াকত কউছার এর জুতার দোকান তালা বন্ধ করা হয়। অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ অভিযান চলমান থাকবে, সরকারি সম্পত্তি কোন প্রকার অবৈধ দখল করা যাবে না, আর করলেও এগুলো দখলমুক্ত করা হবে। অভিযান পরিচালনাকালে সাথে ছিলেন নূরনগর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল, ইউপি সচিব মোঃ আমিনুর রহমান, থানা প্রশাসন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।