বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর দাসকাটিতে “মমতা ময়ী মা” নামে একখানি বাস্তবধর্মী সামাজিক যাত্রা পালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্র“য়ারি মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠাটি দাসকাটি যুব কমিটি আয়োজিত দাসকাটি জোর্দ্দার ভবন সার্বজনীন হরি মন্দির সংলগ্ন মাঠে রাত্র ব্যপী গৌর সুন্দর নাট্য সংস্থার পরিবেশনায় “মমতা ময়ী মা” নামক যাত্রাপালা অনুষ্ঠিত হয়। উক্ত যাত্রাপালায় মুল ভুমিকায় অভিনয় করেন গায়ক-নায়ক কুমার দেবু ও গায়িকা-নায়িকা নিপা রানী। উক্ত যাত্রাপালায় অভিনয় করেন নূরনগরের বাবর আলী বাবু, সুকুমার সরদার, ভদ্রকান্ত, বাবুলাল মন্ডল সহ আরো অনেকে। খলনায়কের ভূমিকায় অভিনয় করেন সুকুমার সরদার। কৌতুক সম্রাট প্রসেনজিৎ বাবু, অভিনেত্রী মুক্তি রানী, মিস লিজা, মিস নিপা, মিস পপি। যাত্রনুষ্ঠানে সুন্দর সাজে সর্জিত শিল্পীরা তাদের অভিনয়ের নৈপূন্য দিয়ে প্রতিটি দর্শক শ্রোতা কে মুগ্ধ করে তোলে। আলোক সজ্জায় সর্জিত ষ্টেজ, মনোরম পরিবেশে সকলকে এই যাত্রা পালা উপভোগ করতে দেখা যায়। যাত্রাকে উপলক্ষ্য করে সন্ধ্যার সাথে সাথে বিভিন্ন রকমারী দোকান পাঠে এক মিলন মেলার রুপ নেয়। রাতে অনুষ্ঠিত হওয়া এই যাত্রায় সকল স্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। পুরুষদের সাথে সাথে নারীদেরও উপস্তিতি দেখা গেছে এসময়। উক্ত অনুষ্ঠানে মহাদেব মন্ডল এর সভাপতিত্বে মোবাইল ভার্চুয়াল এর মাধ্যমে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা বাংলা, ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, সাংবাদিক এস এম জাকির হোসেন, ইউপি সদস্য মোঃ আলমগীর হোসনে, আ’লীগ নেতা দেবাশিষ ঘোষ, পবিত্র কুমার মন্ডল, ছাত্রলীগ নেতা সাগর কুমার মন্ডল সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিপালী রানী বৈদ্য।