বিশেষ প্রতিনিধি \ পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্যামনগর উপজেলার নূরনগরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ২০২৫ প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মোড় মসজিদে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে ইউনিয়নের ১০ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ছোলা ৫০০ গ্রাম, চিড়া ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, সেমাই ৫০০ গ্রাম, সুজি ১ প্যাকেট, টোস্ট ৫০০ গ্রাম, সয়াবিন তেল ৫০০ গ্রাম, খেজুর ৫০০ গ্রাম, মুড়ি ১ প্যাকেট উপহার হিসাবে বিতরণ করা হয়। উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন লাচ্চু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী ডি এম রবিউল ইসলাম মুকুল, উক্ত ফাউন্ডেশনের সদস্য শুভ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন। এসময় মানবতার কল্যাণ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শেখ আল মামুন বলেন, অধিকাংশ মসজিদের ইমাম—মুয়াজ্জিনরা অবহেলায় থাকছেন যুগ যুগ ধরে। পরিবার—পরিজন নিয়ে অভাব অনটনে দিনাতিপাত করছেন তারা। সকল শ্রেণী পেশার মানুষের বেতন বাড়লেও ইমাম মোয়াজ্জিনদের সম্মানী তেমন একটা বাড়ছে না। স্বল্প বেতন বা সম্মানী নিয়েই তাদের সংসার চলছে। তাই এসব ইমাম মুয়াজ্জিনদের জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।