বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর হরিপুর গ্রামে ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ঘটনা ও মামলা সূত্রে জানাযায়, ভিকটিম শিশু স্থানীয় হরিপুরের একটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায়ই উপজেলার হরিপুর গ্রামের দাউদ সরদারের পুত্র রেজাউল সরদার (৪৫) ও একই গ্রামের আব্বাস সরদারের পুত্র মুকুল সরদার (৫০) ভিকটিমকে নানাভাবে উত্যক্ত করত। গত ৫ নভেম্বর রবিবার ভিকটিম মাদ্রাসা থেকে ফিরে সন্ধ্যায় খাবার কিনতে স্থানীয় দাউদ সরদারের দোকানে যায়। সেখানে অবস্থানরত ঐ দোকানদারের পুত্র রেজাউল সরদার ও তার বন্ধু মুকুল সরদার শিশুটিকে ফুসলিয়ে পাশের ঘরের মধ্যে নিয়ে যায় এবং ধর্ষনের চেষ্টার একপর্যায়ে শিশুটির চিৎকারে রাস্তার লোকজন জড়ো হলে দুই লম্পট পালিয়ে যায়। শিশুটিকে আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তান ধর্ষণ চেষ্টার ঘটনার শিশুটির মা হেনা পারভিন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১১, তারিখ ০৭/১১/২০২৩। এলাকায় খোঁজ নিয়ে জানাযায়, ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। ধর্ষিত শিশুর পিতা জানান, থানায় মামলা দেওয়ার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা নানাভাবে তাদেরকে হুমকি দিচ্ছে। একটি মহল এক লক্ষ টাকার বিনিময়ে মামলা মিটিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছে, প্রস্তাব না মানলে তারা আরও বেশী টাকা দিয়ে মামলা খেয়ে ফেলবে বলেও আস্ফালন দেখাচ্ছে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, ধর্ষণের অভিযোগে ঘটনা স্থলে থানা পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। শিশুটির মা বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।