বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে রাতের আঁধারে গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে গেছে একটি সঙ্গবদ্ধ চোর চক্র। ঘটনা ও গরুর মালিক ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোঃ আতিয়ার সরদারের পুত্র মনিরুল ইসলাম জ্যোতি সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার সন্ধ্যায় সে তার বসত ঘরের পাশে গোয়াল ঘরে লাল-খয়েরী রংয়ের গাভী গরুটি বেঁধে রেখে রাতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সঙ্গবদ্ধ গরু চোর চক্র গরুটি চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে গরুর মালিক মনিরুল ইসলাম জ্যোতি ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে দেখে গোয়াল ঘরের দরজা খোলা এবং মশারি উচু করা। ভেতরে প্রবেশ করে দেখে গোয়াল ঘরে গরুটি নেই। গরুর মালিক এবং তার পরিবারের সদস্যরা আশেপাশে বহু জায়গায় খোঁজাখুঁজি করেও গরুটির কোন খোঁজ খবর পাইনি। পার্শ্ববর্তী গরুর হাটে গিয়েও গরুটির কোনও সন্ধান মিলেনি। গরু হারিয়ে গরুর মালিক মনিরুল ইসলাম জ্যোতি নিরুপায় হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অভিহিত করেছে। চুরি হওয়া গরুটি যেন ফিরে পেতে পারে সেজন্য সে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।