বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা ও জনসম্পূক্তি শীর্ষক প্রান্তিক উঠান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় নূরনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নূরনগর মৎস্য আড়ত চত্বরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রান্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রশিক্ষণ প্রদান করেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ডক্টর মনিরুজ্জামান মনির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি জি এম লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ডি এম আব্দুর রশিদ, সহ—সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।