বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরে দাসকাটি সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া জোদ্দর্ার ভবন সার্বজনীন হরি মন্দির সংলগ্ন মাঠে যাত্রানুষ্ঠানটি রাত্র ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠাটি দাসকাটি যুব কমিটির আয়োজনে মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার পরিবেশনায় (সিঁদুর নিওনা মুছে) নামক যাত্রাপালা অনুষ্ঠিত হয়। উক্ত যাত্রাপালায় মুল ভুমিকায় অভিনয় করেন যাত্রা গায়ক—নায়ক বারবার স্বর্নপদক প্রাপ্ত বলিষ্ঠ অভিনেতা কুমার দেবু ও যাত্রা নায়িকা নিপা রাণী। এছাড়া উক্ত যাত্রাপালায় অভিনয় করেন সুকুমার সরদার, ভদ্র কান্ত, বাবুলাল মন্ডল, প্রসেনজিৎ বাবু, মুক্তি রানী, মিস লিজা, মিস নিপা, পপি সহ আরো এক ঝাঁক যাত্রা শিল্পী। যাত্রানুষ্ঠানে সুন্দর সাজে সর্জিত শিল্পীরা তাদের অভিনয়ের নৈপূন্য দিয়ে প্রতিটি দর্শক শ্রোতা কে মুগ্ধ করে তোলে। ঝিলমিল আলক সজ্জায় সর্জিত ষ্টেজ, মনোরম পরিবেশে সকলকে এই যাত্রা পালা উপভোগ করতে দেখা যায়। গ্রাম্য ঐতিহ্য যাত্রা পালাকে উপলক্ষ্য করে সন্ধ্যার সাথে সাথে বিভিন্ন রকমারী দোকান পাঠে এক মিলন মেলার রুপ নেয়। যাত্রানুষ্ঠানে এলাকা এবং এলাকার বাহিরের দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। রাতে অনুষ্ঠিত হওয়া এই যাত্রায় সকল স্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। পুরুষদের সাথে সাথে নারীদেরও উপস্তিতি দেখা গেছে এসময়। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে দ্বায়িক্ত পালন করেন বাবু মহাদেব মন্ডল। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরনগর সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর, সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান (লিটন), ব্যাংক কর্মকর্তা মোঃ আশরাফুল হাসান, বিএনপি নেতা ফরিদ উদ্দিন মাসুদ, সাংবাদিক এস এম জাকির হোসেন, বৃষ্ণপদ মন্ডল সহ উপজেলা পর্যায়ের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য উপরিষদের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানি সার্বিক পরিচালনার দায়িত্ব ছিলেন মোঃ বাবর আলী।