রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

নূরনগরে হরিপুর গ্রামকে আদর্শ গ্রাম করার জন্য এতদাঞ্চলের সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

এসএম জাকির হোসেন শ্যামনগর থেকে \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে হরিপুর গ্রামকে আদর্শ গ্রাম করার জন্য এতদাঞ্চলের সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসনের আয়জনে হাবিবপুর আরশাদিয়া এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রিয়তিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক—সাংবাদিক ও অত্র এলাকার সুধীজনদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বক্তব্য কালে তিনি বলেন, আপনাদের গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোর জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা ভাতৃত্ববোধ এবং এলাকার ছোটখাটো সমস্যাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চললে এক সময় গ্রামটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিতি পাবে বলে আমি বিশ্বাস করি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বর্তমান সরকারের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিনা বেগম, থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবীর মোল্লা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ, ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ডিএম মইনুদ্দীন লাভলু, সহকারি অধ্যাপক মোঃ ফজলুল হক, ব্যাংক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, হাফেজ মোঃ মোখলেছুর রহমান, ডাঃ মোঃ ইলিয়াছ আহমেদ, মোঃ আবুজার উদ্দিন, শিক্ষক মোঃ আখতারুজ্জামান, মোঃ আবুল ফারহা আবু, হাফেজ মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল করিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com