বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মরহুম মোঃ জিয়াউর রহমান খোকন স্মরণে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ জুলাই শুক্রবার বিকাল ৫ টায় নূরনগর মৎস্য সেট ও কাঁচাবাজার ব্যবসায়ীবৃন্দের আয়োজনে আশালতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রিতিনিধি, ব্যবসায়ীবৃন্দ ও ক্রীড়া প্রেমী দর্শক শ্রোতাবৃন্দের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় নূরনগর আশালতা ফুটবল একাডেমি বনাম ভুরুলিয়া সবুজ সংঘ ফুটবল একাদশ এর মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় আশালতা ফুটবল একাডেমিকে ০-১ গোলে পরাজিত করে ভুরুলিয়া সবুজ সংঘ ফুটবল একাদশ জয় লাভ করে। উক্ত খেলায় মৎস্য ব্যবসায়ী মোঃ ফজলুর রহমান ও মোঃ রবিউল ইসলাম সবুজ এর পরিচালনায় খেলাটি উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবক মোঃ মুনির আহমেদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক এস এম জাকির হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন লাচ্চু, ব্যবসায়ী এসকে শচীন পাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।