বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মরহুম মোঃ জিয়াউর রহমান খোকন এর স্মরণে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ আগষ্ট বুধবার বিকাল ৫ টায় নূরনগর মৎস্য সেটের আয়োজনে আশালতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রিতিনিধি, ব্যবসায়ীবৃন্দ ও ক্রীড়া প্রেমী দর্শক শ্রোতাবৃন্দের উপস্থিতিতে উক্ত ফাইনাল খেলায় ভুরুলিয়া সবুজ সংঘ ফুটবল একাদশ বনাম দত্তনগর ডিএনসি ক্লাব ফুটবল একাদশ এর মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ভুরুলিয়া সবুজ সংঘ ফুটবল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে দত্তনগর ডিএনসি ক্লাব ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন লাচ্চু এর সভাপত্বিতে আমন্ত্রিত অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবক মোঃ মুনির আহমেদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক এস এম জাকির হোসেন, ইউপি সদস্য এস এম রেজাউল করিম দোলনা, ব্যবসায়ী শহিদুল সরদার, ব্যবসায়ী স্বপন সেন, ব্যবসায়ী মাহফুজুর রহমান বাবুল, প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউপ, মৎস্য ব্যবসায়ী আইয়ুব আলী, এসকে শচীন পাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি সার্বিক পরিচালনায় ছিলেন নূরনগর আশালতা ফুটবল একাডেমির ক্যাপ্টেন মোঃ রবিউল ইসলাম সবুজ। খেলাটি রেফারির দায়িত্ব পালন করেন মৎস্য ব্যবসায়ী মোঃ ফজলুর রহমান।