বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে ৮ দলীয় পলাশ স্মৃতি ঞ ১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ ফেব্র“য়ারি বুধবার বেলা ১১ টায় ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাবের প্রতিষ্ঠাতা স্বর্গীয় পলাশ অধিকারী মনু এর স্মৃতি চারণে আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রিড়া প্রেমী দর্শক শ্রোতা, স্পোটিং ক্লাবের কর্মকর্তা-সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় শ্যামনগর ফ্রেন্ডস ক্লাব বনাম নূরনগর ক্রিকেট একাডেমি মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্যামনগর ফ্রেন্ডস ক্লাব বিজয়ী হয়। উক্ত খেলায় স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন লাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ইউপি সচিব মোঃ আমিনুর রহমান, ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, ইউপি সদস্য সাইদুর রহমান বাবু, ইউপি সদস্য রেজাউল করিম দোলনা, আ’লীগ নেতা মোঃ মুনির আহমেদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সদস্য আরাফাত হোসেন, হিমাংশু মন্ডল, ফজলুর রহমান, প্রদীপ সরকার, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, মোঃ শহিদুল্লাহ, উত্তম রক্ষিত, আঃ রাশেদ, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন, আব্দুস সেলিম, বাবু মল্লিক, শফিকুল ইসলাম, সুজন, জারিফ বাবু, মিশুক, মুরাদ আহমেদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন মোবারক হোসেন লাচ্চু ও শাহিন আলম। ধারাভাষ্যকার ছিলেন মোঃ শাহজাহান সিরাজ ও সবুজ। স্কোর দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, আজমির হোসেন, তাইজুল ইসলাম।