বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে ৮ দলীয় পলাশ স্মৃতি টি ১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ ফেব্র“য়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাবের প্রতিষ্ঠাতা স্বর্গীয় পলাশ অধিকারী মনু এর স্মৃতি স্মরণে আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ক্রিড়া প্রেমী দর্শক শ্রোতা, স্পোটিং ক্লাবের কর্মকর্তা-সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফাইনাল খেলায় মুন্সিগঞ্জ ক্রিকেট একাডেমি বনাম শ্যামনগর ফ্রেন্ডস ক্লাব হাড্ডাহাড্ডি লড়াই শেষে মুন্সিগঞ্জ ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন লাচ্চু এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন প্রভাষক মোঃ মোরশেদ আলম, প্রবাসী মোঃ সোহেল আহমেদ, ব্যবসায়ী স্বপন সেন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সদস্য আরাফাত হোসেন, প্রদীপ সরকার, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, মোঃ শহিদুল্লাহ, উত্তম রক্ষিত, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন, আব্দুস সেলিম, গোপাল দেবনাথ, সঞ্জয় হালদার, বাবু মল্লিক, শফিকুল ইসলাম, সুজন, জারিফ বাবু, মুরাদ আহমেদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন মোবারক হোসেন লাচ্চু, শাহিন আলম ও মোঃ ফজলুর রহমান। ধারাভাষ্যকার ছিলেন মোঃ শাহজাহান সিরাজ, আলী নকী ও সবুজ। স্কোর দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, আজমির হোসেন, তাইজুল ইসলাম।