বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে আদর্শ সনাতন গীতা স্কুল উদ্বোধন করা হয়েছে। নূরনগর এলাকার সনাতন ধর্মালম্বী কোমলমতি শিশুদের ধর্মীয় আদর্শ ও জ্ঞান বিকাশের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নুরনগর সনাতন সংঘের আয়োজনে নুরনগর বাজারস্থ বাবু হালদারের বাড়ীতে গীতা স্কুলটি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী বাবু হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গীতা স্কুল উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা গীতা স্কুলের প্রধান সমন্বয়ক দেবাশীষ কুমার মালো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমন্বয়ক ভবতোষ বৈরাগী, নূরনগর পুরোহিত কমিটির সভাপতি অরুন মুখার্জী, নূরনগর পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী সুশান্ত দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী দেবদাস সাহা দেবু, সাংবাদিক পলাশ দেবনাথ, মন্টু মন্ডল, নিমাই রক্ষিত, নিতাই ঘোষ, সঞ্জয় হালদার, নন্দ দুলাল কর্মকার সহ অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীদের নেতাকর্মীবৃন্দ। অত্র বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে পুরোহিত আশিস মুখার্জি বপি ঠাকুর, ধর্মদাস কর্মকার ও রাহুল ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নূরনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্যবসায়ী অরুণ কুমার দাস।