বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টায় আদর্শ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে তানভীর কনভেনশন সেন্টারে আদর্শ সমাজকল্যাণ সংস্থার সাধারণ পরিষদ, পরিচালনা পরিষদের সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আদর্শ সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডাঃ শেখ মাহাতাব হোসেন এর সভাপতিত্বে ও প্রধান হিসাব রক্ষক মোঃ আব্দুল মাজেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক শেখ হাবিবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক নাজিমুদ্দিন আহমেদ, মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনিসুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজার মোঃ মুজিবুর রহমান, ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন আহমেদ, সাংবাদিক এস এম জাকির হোসেন, শিক্ষক সুশান্ত কুমার ঘোষ, ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু, ডাঃ শেখ আজাদ হোসেন সুমন, সংস্থার সহকারি ম্যানেজার মোঃ ওবাইদুর রহমান, সহকারি হিসাব রক্ষক মোঃ মাহমুদ হাসান, ব্যবসায়ী মোঃ আদম হোসাইন, মোঃ আমির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা রমজানের ফজিলত ও সংযমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং সমাজের কল্যাণে একে অপরের পাশে থাকার আহ্বান জানান। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণী—পেশার মানুষ অংশ নেন এবং শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলভী মোঃ আব্দুল জলিল। আদর্শ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে, যা এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করবে।