বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নূরনগর আশলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষষ্ঠ,৭ম শ্রেণির বিষয় ভিত্তিক ট্রান্সকিপ্ট, আচারনিক মূল্যায়ন, রিপোর্ট কার্ড এবং ৮ম, ৯ ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ ডিসেম্বর রবিবার বেলা ১১ টায় আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, স্কুলের ম্যানেজিং কমিটির সকল কর্মকর্তা-সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেত্রীবৃন্দের উপস্থিতিতে অত্র স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ করেন অত্র বিদ্যালয়ের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস রাহিলা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইউনিয়ন আ’লীগের সংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর, শিক্ষক তাপস কুমার মন্ডল, শিক্ষক সুদীপ্ত শেখর মল্লিক, শিক্ষক পরিমল চন্দ্র মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ নাজমুল হক।