বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “যোগ্য ও আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ার লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির কর্মকর্তা-সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত সকল শিক্ষার্থী-অভিভাবকদের পুষ্প বর্ষণ ও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া অনুষ্ঠানে অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস রাহিলা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর, সুশান্ত কুমার ঘোষ, তাপস কুমার মন্ডল প্রমুখ। সমাবেশে শিক্ষার্থীদের নতুন কারিকুলাম, নিয়মিত স্কুলে আসা, লেখাপড়ার মান বৃদ্ধি করা, আচরণিক মূল্যবোধ, অংশগ্রহণমূলক শিক্ষা, হাতে কলমে শিক্ষা, ছাত্র ছাত্রীদের মূল্যায়ন ও টিচিং এর ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অভিভাবকবৃন্দ তাদের সন্তানদের স্কুলে আসা নিয়মিতকরণ ও বিদ্যালয়ের যাবতীয় নিয়ম কানুন মেনে তাদের সন্তানদের ভবিষ্যৎ স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষকবৃন্দের প্রতি অনুরোধ জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ নাজমুল হক।