বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অমর একুশে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে। একুশে ফেব্র“য়ারি বুধবার সূর্য উদয়ের সাথে সাথে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনিমিত উত্তোলন করা হয়। এরপর ৭টা ৩০ মিনিটে বিদ্যালয় পরিচালনা পরিষদের কর্মকর্তা, সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালি পায়ে একটি র্যালি অত্র বিদ্যালয় থেকে শুরু করে নুরনগর বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণপূর্বক নূরনগর নির্মিতব্য নতুন পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিক মিসেস রাহিলা খাতুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর, শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক মোঃ আব্দুর রশিদ, শিক্ষক তাপস কুমার মন্ডল, শিক্ষক পরিমল চন্দ্র মন্ডল, শিক্ষক বিশ্বজিৎ ঘরামী, শিক্ষক বিমল কৃষ্ণ মন্ডল প্রমুখ।