শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে কবর খননকারীদের সম্মাননা প্রদান শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন নূরনগরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ প্লাবিত আনুলিয়া এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মতবিনিময়

নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ তম বছর পূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন—বর্তমান শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে প্রস্তুতি সভায় খুলনা মহেশ্বর পাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়ের অবঃ সহযোগী অধ্যাপক আবু হোসেন বাবলু এর সঞ্চালনায় বিদ্যালয়ের ৭০ তম বছর পূর্তি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণের নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্রবিদ্যালয়ের কৃতি সন্তান রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। তিনি সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয়ের ৭০ তম বছর পূর্তি হয়েছে। এই ৭০ তম বছর পূর্তি উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রাক্তন—বর্তমান শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সমন্বয়ে একটি সম্মিলন আয়োজন করতে যাচ্ছি। আপনাদের স্ব স্ব স্থান থেকে সহযোগিতা কামনা করছি। এই অনুষ্ঠান আমার আপনার সকলের। আপনাদের সকলের অনুপ্রেরণার ও সহায়তায় এই সম্মিলনের সাফল্য আসবে ইন শা আল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ ড. মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ডি এম আব্দুল গফফার, প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, সাংবাদিক জিএম শাহ—নেওয়াজ, কালিগঞ্জ সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ গোলাম মহিউদ্দীন, সমাজসেবক মোঃ নাজমুস সাদাত পলাশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মহান জাতীয় সংসদের জনসংযোগ বিভাগের পরিচালক ও সংসদ টেলিভিশনের পরিচালক জি এম নুরুল হুদা, কাটুনিয়া রাজবাড়ী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু সাঈদ মাহমুদ, শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ এস এম আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা ডি এম খাজা মইজুদ্দিন আহমেদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ আরিফুল ইসলাম, শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ সওকত ওসমান, কবি আনসার উদ্দিন আনন্দ, শিক্ষক কাজী ওবায়দুল্লাহ হাসান, শিক্ষক সুশান্ত কুমার ঘোষ, সাংবাদিক এস এম জাকির হোসেন, সাংবাদিক জি এম মনিরুজ্জামান মিশুক, কবি গোবিন্দপ্রসাদ মন্ডল প্রমুখ। সভায় বক্তারা, পবিত্র ঈদুল আযহা ২০২৫ পরবর্তী নূরনগর আশলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ তম বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্তে উপনীত হয় এবং উক্ত আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কমিটি, উপকমিটি, শেকড়—২ প্রকাশনা বাস্তবায়ন কমিটি, রেজিস্টে্রশন ও দপ্তর উপ—কমিটি, প্রচার উপকমিটি সহ বিভিন্ন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। ৭০ তম বছর পূর্তি অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে বিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদেরকে অতি দ্রুত রেজিস্টে্রশন করার জন্য অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com