বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্যামনগর উপজেলার নূরনগরে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৭ রমজান বৃহস্পতিবার বিকাল ৪ টায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের আয়োজনে নূরনগরস্থ নিজস্ব কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, পাঠাগারের কর্মকর্তা-সদস্য, পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে ৫০০টি অসহায় পরিবারের মাঝে পরিবার প্রতি ইফতার সামগ্রী হিসেবে ছোলা, চিনি, সেমাই, খেজুর ও মুড়ি বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের সভাপতি সমাজসেবক ডাঃ মোঃ রুহুল আমিন, সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু, আলহাজ্ব আবুল হোসেন, মোঃ হাবিবুর রহমান, রব্বানী মাস্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ।