বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় নূরনগর ক্যাটারিং সার্ভিসের আয়োজনে তানভীর কনভেনশন সেন্টারে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ক্যাটারিং সার্ভিস এর সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন, নায়েবে আমির গাজী মজিবর রহমান, সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু, সহকারী সেক্রেটারি মোঃ আশরাফুল আলম, পরানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এম এ গনি, কারী হাবিবুর রহমান হাবিব, নূরনগর পাবলিক লাইব্রেরির সভাপতি মোঃ সওকাত ওসমান, সাংগঠনিক সম্পাদক জি এম মনিরুজ্জামান, সমাজসেবক মোঃ মুনির আহমেদ, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা রমজানের ফজিলত ও সংযমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং সমাজের কল্যাণে একে অপরের পাশে থাকার আহ্বান জানান। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ নেন এবং শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। ক্যাটারিং সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে, যা এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করবে।