বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় নূরনগর পাবলিক লাইব্রেরী ও নূরনগর বাজার জামে মসজিদে প্রধানমন্ত্রী’র উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ৫ জুলাই বুধবার বেলা সাড়ে ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে উপজেলা পরিষদের টিআর প্রকল্প হতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর সহযোগিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা পরিষদের কর্মকর্তা, সংশ্লিষ্ট পাবলিক লাইব্রেরী ও মসজিদের দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের উপস্থিতিতে নূরনগর পাবলিক লাইব্রেরী ও নূরনগর বাজার জামে মসজিদ উন্নয়ন কল্পে উভয় কমিটির নেতৃবৃন্দের নিকট ৫০,০০০/= টাকা করে মোট ১,০০,০০০/= টাকার চেক প্রধান অতিথি হিসেবে প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। উন্নয়নের ছোয়া পেয়েছে প্রত্যন্ত অঞ্চলেও। এরই ধারাবাহিকতায় আপনাদের পাবলিক লাইব্রেরী ও মসজিদে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইসা চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, নূরনগর পাবলিক লাইব্রেরীর সভাপতি মোঃ শওকত ওসমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, প্রচার সম্পাদক সাংবাদিক এস এম জাকির হোসেন, নূরনগর বাজার জামে মসজিদের সভাপতি মোঃ আমজাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সহ লাইব্রেরী ও মসজিদের দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ।