বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টায় নুরনগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে দক্ষিণ হাজিপুর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের মানুষের উপস্থিতিতে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সকলের সম্মতিক্রমে উক্ত কাউন্সিলে ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি দেবাশিস ঘোষ, সহ-সভাপতি লিটন দেবনাথ, অরুন মুখার্জী, বাসুদেব মন্ডল ও তারক চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক সুশান্ত ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত দেবনাথ ও ধরনীমোহন মন্ডল, সাংগঠনিক সম্পাদক অজয় সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক নিতাই ঘোষ, কোষাধক্ষ্য কৃষ্ণপদ কর্মকার, সহ কোষাধক্ষ্য শম্ভু কর্মকার, আইন বিষয়ক সম্পাদক শচীন্দ্রনাথ পাল, যোগাযোগ সম্পাদক জগদিশ মন্ডল, ধর্ম ও পূজা বিষয়ক সম্পাদক ভারত চন্দ্র মন্ডল, সহ পূজা বিষয়ক সম্পাদক অরুণ কর্মকার, সমাজ কল্যাণ সম্পাদক বিশ্বনাথ অধিকারী, প্রচার সম্পাদক হরিপদো মন্ডল, দপ্তর সম্পাদক গোবিন্দ্র মন্ডল, মহিলা সম্পাদিকা ঈষিতা মন্ডল সহ অন্যান্য সদস্যবৃন্দ।