বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে ৮ দলীয় ক্যারাম প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮ টা থেকে নূরনগর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাব কার্যালয়ে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সকল কর্মকর্তা-সদস্য, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া প্রেমী দর্শক শ্রোতাবৃন্দের উপস্থিতিতে স্পোটিং ক্লাবের সদস্য এবং স্থানীয় খেলোয়ারদের সমন্বয়ে ফাইনাল খেলায় ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু ও মোজাম্মেল হক মোজাম জুটি বনাম বাবু মল্লিক ও ইলিয়াস হোসেন জুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এর মধ্যে ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু ও মোজাম্মেল হক মোজাম জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে অত্র ক্যারাম টুর্নামেন্টের সভাপতি মোঃ আরাফাত হোসেন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন লাচ্চু, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন, স্বাস্থ্য সহকারী উত্তম রক্ষিত, স্বাস্থ্য সহকারী হিমাংশু মন্ডল, আব্দুস সেলিম, শুভ সাহা, সঞ্জয় হালদার, বিশ্বজিৎ পাল, তাপস সাহা, মোঃ ফজলুর রহমান, সাবের আলী, প্রদীপ সরকার, জাহাঙ্গীর আলম, ছট্টু, আশিক, ইয়াসিন আরাফাত, দেলোয়ার, আব্দুল রহিম, মোঃ শফিকুল ইসলাম, আব্দুল কাদের, হাবিবউল্লাহ সহ অত্র ক্লাবের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলা শেষে ফ্রেন্ড স্পোটিং ক্লাব ও নূরনগর মানবতা কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র ক্লাবের ক্রিড়া সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।