শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

নূরনগর বাজারে অগ্নিকাণ্ডে হাসান সুতা স্টোরের সমস্ত মালামাল পুড়ে ভস্মিভূত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে অগ্নিকাণ্ডে হাসান সুতা স্টোর নামীয় দড়ি, সুতা, নেট সহ ভ্যারাইটিজ মালামালের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে। ঘটনা সূত্রে জানা যায়, দোকান মালিক প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এসময় অত্র বাজারে বাজার কমিটি কর্তৃক নিয়োগ প্রাপ্ত নৈশ প্রহরীরা ডিউটি শেষ করে ভোর ৫টায় চলে যাওয়ার পর পথচারী একজন ভ্যানচালক দোকানটির ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে তাৎক্ষণিক দোকান মালিক মোঃ আবু হাসান এর বাড়িতে গিয়ে খবর দেন। সাথে সাথে দোকান মালিক দোকানের সামনে এসে দোকানের সাটারের তালা খুললেই দেখতে পান ভিতরে আগুনের ঝলকানি। এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী বিভিন্নভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে শ্যামনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে ফোন করলে ফায়ার সার্ভিসের ১৪ জন সদস্য ২ ঘন্টা ব্যাপী নিরলস পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বে দোকান সহ দোকানের যাবতীয় মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান মালিক নূরনগর গ্রামের শহিদুল ইসলামের পুত্র মোঃ আবু হাসান দৈনিক দৃষ্টিপাতকে জানান, দোকানের সমস্ত মালামাল এবং ক্যাশ বাক্সে রক্ষিত অর্থ সহ মোট ৩৫/৪০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে সাথে সাথে না পৌঁছালে বাজারের আরো অন্যান্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এঘটনায় নানামুখী গুঞ্জনের মাঝে সাধারণ সকলের মতে বিদ্যুৎ শর্ট-সার্কিটের কারণে অগ্নিকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এবিষয়ে ভুক্তভোগী দোকান মালিক মোঃ আবু হাসান শ্যামনগর থানায় একটি সাধারণ জিডি করেছে। জিডি নং-৩১। তারিখ ০১/০১/২০২৪।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com