বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল ২০ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় অত্র মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র মাদ্রাসার সভাপতি এস এম সোহেল রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএম হাবিবুর রহমান হবি। স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্যাংকার মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জি এম গোলাম মোস্তফা, ইউপি সদস্য রেজাউল করিম দোলনা, ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মোঃ মতিউর রহমান।